• ঢাকা শুক্রবার
    ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ১১:১১ এএম

অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এবারের ছাত্র আন্দোলন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সে জন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।

শনিবার সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে সর্বতোভাবে নতুন করে গড়ে তোলার একটি বড় দায়িত্ব আমাদের ওপর এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন। আজকে আমরা এখানে এসেছি আমরা আমাদের মুক্তিযুদ্ধে বীর শহিদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে।

এদিন তার সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারে আরও তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ