• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘ছাত্র-জনতার আন্দোলনে আহত সকলের চিকিৎসা নিশ্চিত করবে সরকার’

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৩:২০ পিএম

‘ছাত্র-জনতার আন্দোলনে আহত সকলের চিকিৎসা নিশ্চিত করবে সরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। সরকারি হাসপাতালগুলোয় আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

শনিবার (১৭ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানও।

গণআন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডা. আহমেদুল কবীর জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসারতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, অনেক বেসরকারি হাসপাতাল এরইমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। কেউ সমস্যার মুখোমুখি হলে জরুরি হট লাইন নম্বরে যোগাযোগের পরামর্শও দেয়া হয়েছে।

আর্কাইভ