প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ১০:৩৪ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানে ৩ কোটি টাকা ৩ হাজার মার্কিন ডলার, ৩৫ হাজার কোরিয়ান মুদ্রা, চার হাজার সিঙ্গাপুর ডলার, ৩ হাজার সৌদি রিয়াল, দুই হাজার অস্ট্রেলিয়ান ডলার পাওয়া গেছে ।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
জানা গেছে, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল থাকেন।