• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন তিন আইনজীবী

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০১:১০ পিএম

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন তিন আইনজীবী

আদালত প্রতিবেদক

সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগ।

নিয়োগ পাওয়া তিন আইনজীবী হলেন— মোহাম্মদ আরশাদুর রউফ, মোহাম্মদ অনীক রুশদ হক ও মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।  

পরদিন ৬ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ৭ আগস্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান।  

এদিকে পর্যায়ক্রমে অন্তত ৬৭ জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ