• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম চালু হবে কবে, যা জানা গেল

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৭:০৬ পিএম

ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম চালু হবে কবে, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতীয় ভিসা সেন্টারের (আইভিএসি) কার্যক্রম দ্রুতই সীমিত পরিসরে শুরু হবে বলে জানা গেছে। ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে পাসপোর্ট আটকে আছে এমন ব্যক্তিদের ক্ষুদে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছে আইভিএসি।

শুক্রবার (৯ আগস্ট) পাঠানো আইভিএসির ক্ষুদে বার্তায় বলা হয়, ‘প্রিয় আবেদনকারী, শিগগিরই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন।’

প্রসঙ্গত, গত বুধবার (৭ আগস্ট) রাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি। আইভিএসির ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

আর্কাইভ