• ঢাকা শুক্রবার
    ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ড. ইউনূসের হাতে ‍গুরুত্বপূর্ণ ২৭ মন্ত্রণালয় ও বিভাগ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০২:৪০ পিএম

ড. ইউনূসের হাতে ‍গুরুত্বপূর্ণ ২৭ মন্ত্রণালয় ও বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য, সশস্ত্র, সড়ক ও পরিবহণসহ গুরুত্বপূর্ণ ২৭ টি মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে রেখেছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ইউনূস।

জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার এক প্রজ্ঞাপনে এই দপ্তর বন্টনের কথা জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন প্রজ্ঞাপনে সই করেছেন।

ড. ইউনূস যেসব মন্ত্রণালয় ও বিভাগ পেয়েছেন সেগুলো হচ্ছে-

মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহণ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন। মোট ১৭ এই সরকারে রয়েছে।

আর্কাইভ