• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

থানায় বসে কাজ শুরুর নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৯:৩৫ এএম

থানায় বসে কাজ শুরুর নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যত দ্রুত সম্ভব থানায় বসে মানুষকে সেবা দেয়ার কাজ অতিদ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান। বৃহস্পতিবার (৮ আগস্ট) ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় ডিএমপির থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অপরাধ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান থানার অবকাঠামো ঠিক আছে কি না, মামলা রেকর্ড করার কম্পিউটার, পুলিশ সদস্যদের যানবাহন, অস্ত্র ও রসদসামগ্রী, পুলিশ সদস্যদের চলাচলের যানবাহন, চেয়ার, টেবিলসহ সার্বিক চিত্রের তালিকা তৈরি করতে বলেছেন সংশ্লিষ্ট বিভাগকে। অন্তত চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেয়ার কাজ অতি দ্রুত শুরু করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়ে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ