• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

প্রধান বিচারপতিসহ ৫০ বিচারপতির পদত্যাগ দাবি

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৪:৪৪ পিএম

প্রধান বিচারপতিসহ ৫০ বিচারপতির পদত্যাগ দাবি

আদালত প্রতিবেদক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ৫০ বিচারপতির পদত্যাগ চেয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানিয়েছেন। এ সময় অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরসেদও পদত্যাগ করেছেন।

এদিকে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।

আর্কাইভ