• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

র‍্যাব মহাপরিচালক শহিদুর ও ডিএমপি কমিশনার মাইনুল

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ১১:৪৯ এএম

র‍্যাব মহাপরিচালক শহিদুর ও ডিএমপি কমিশনার মাইনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এ কে এম শহিদুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. মাইনুল হাসান।

বুধবার (৭ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে এ একে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও মো. মাইনুল হাসান অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

আর্কাইভ