• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
পুলিশ সদর দপ্তর

সারা দেশে ১৪ পুলিশ সদস্য নিহত, ২৭ থানা ও ফাঁড়ি ভাঙচুর, তিন শতাধিক পুলিশ আহত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০১:০৩ এএম

সারা দেশে ১৪ পুলিশ সদস্য নিহত, ২৭ থানা ও ফাঁড়ি ভাঙচুর, তিন শতাধিক পুলিশ  আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অসহযোগ কর্মসূচি ঘিরে দিনভর সংঘাত-সংঘর্ষে সারা দেশে ২৭ থানা ও ফাঁড়ি ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দপ্তরটির তথ্যমতে এ সময় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। 

হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

আক্রান্ত থানা, ফাঁড়িগুলো হলো-ডিএমপির যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও বদরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ