প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৯:০২ পিএম
অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কারফিউ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন সড়কে আগুন জ্বেলে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকার প্ল্যানার্স টাওয়ারের সামনের পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা।
দুপুর থেকে বাংলামোটর এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। অন্যদিকে কারওয়ান বাজার এলাকায় পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছোঁড়ে। এতে আন্দোলনকারীরা পিছু হটে প্ল্যানার্স টাওয়ারের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। পরে আবারও তারা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে পুলিশ পিছু হটে বাংলা মোটরের দিকে চলে যায়। এ সময় আন্দোলনকারীরা প্ল্যানার্স টাওয়ারের সামনের পুলিশ বক্সে আগুন দেন।