• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৯:২৫ পিএম

মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আটটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনা করা হয়েছে অভিযান। এতে ২২টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।

শনিবার (১০ জুলাই) ডিএসসিসির ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ, শাজাহানপুর, কদমতলা, কে এম দাস লেন, অভয় দাস লেন, মাতুয়াইল শ্যামপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতগুলোর নেতৃত্ব দেন ডিএসসিসি ছয়জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সম্পত্তি বিভাগের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে ২১৬টি ভবন নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। তখন ২০টি ভবন নির্মাণাধীন স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এবং অননুমোদিতভাবে দোকান খোলা রাখা যান চলাচলে বাধা সৃষ্টি করায় মোট ২২টি মামলা করা হয়েছে। এসব মামলায় লাখ ৯৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে অঞ্চল-১এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে চারটি ভবনে এডিস মশার লার্ভা পেয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জোর তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ইরফান উদ্দিন আহমেদ অঞ্চল-২এ অভিযান পরিচালনা করেন। সময় ছয়টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ছয়টি মামলা লাখ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ ইরফান উদ্দিন আহমেদ কদমতলার ওয়াসা রোড, মদিনাবাগ, উত্তর মুগদা এলাকায় ২৮টি বাড়ি পরিদর্শন করেন এবং দুটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সময় বিধিনিষেধের মধ্যে একটি জুতার দোকান খোলা রাখায় সেখানেও অভিযান চালিয়ে একটি মামলায় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর হাজারীবাগ জিগাতলায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।

অঞ্চল-৫এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার দুটি ভবন দুটি দোকানে লার্ভা পাওয়ায় মোট হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৯এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান মাতুয়াইল এলাকায় একটি বাড়ির সামনে রাস্তায় বর্জ্য ফেলে যান চলাচল লোকজনের চলাফেরায় বাধা সৃষ্টি করায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ছাড়া পাঁচটি নির্মাণাধীন ভবনে মশার প্রজননস্থল দেখতে পাওয়ায় আদালত সেসব বাড়ির মালিককে এক দিনের সময় বেঁধে দেন।

অঞ্চল-১০এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় সাড়ে হাজার টাকা জরিমানা আদায় করেন।

টিআর/এম. জামান

আর্কাইভ