• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
কোটা সংস্কার আন্দোলন

ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি অফিস

প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০২:০৫ পিএম

ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে গোয়েন্দা শাখা (ডিবি)। ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১ আগস্ট) তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্র ও শনিবার (২৬,২৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়।

পরে রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ছয় সমন্বয়ক।

বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর তাদের মুক্তির বিষয়ে রিট করা হয় আদালতে।

এদিকে আজ দুপুর আড়াইটায় ৬ সমন্বয়কারী ও সকল শিক্ষার্থীর মুক্তি চেয়ে ডিবি কার্যালয়ের সামনে মানব বন্ধন করার ঘোষণা দেন বিক্ষুব্ধ নাগরিক এবং শিক্ষকসমাজ। 
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ