• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
কোটা আন্দোলন

ছাত্রলীগের হামলা, ব্যাপক সংঘর্ষে শতাধিক আহত

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৪:৫৬ পিএম

ছাত্রলীগের হামলা, ব্যাপক সংঘর্ষে শতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২টা থেকে ১টার দিকে তারা অবস্থান নেয়া শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেনসহ ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদেরও বিক্ষোভে যোগ দেয়ার কথা। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও এই কর্মসূচি পালন করছেন।

বিকাল ৪: ৪৫ শাহবাগের দিক দিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করছেন। তাদের অনেকের হাতে হকিস্টিক, লাঠিসোঁটা।

বিকাল ৪:৩০- সংঘর্ষের আধাঘণ্টা পর ঢাবি ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি দেখা গেছে। ছাত্রলীগ ও আন্দোলনকারীদের পুরে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ছিল না।

বিকাল ৪:২০- ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাঠিসোটা, স্ট্যাম্প, হকিস্টিক, বেসবল ব্যাট নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। দফায় দফায় মিছিল করছেন তারা। কোটা আন্দোলনকারীরা যাতে পলাশী বা নীলক্ষেত থেকে ফিরে আসতে না পারে তাই ফুলার রোডে অবস্থান নিয়েছেন তারা।

বিকাল ৪:১৫- ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহত শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিকাল ৪:০০- কোটা বিরোধী আন্দোলনকারীদের হটিয়ে ঢাবি ক্যাম্পাস ‌‘নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ’। সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা (আন্দোলনকারীরা) ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে।

বিকাল ৩:৪৫- ঢাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষ। ইট-পাটকেল নিক্ষেপ। ধাওয়া-পাল্টা ধাওয়া। আহত অনেক। 

বিকাল ৩:৩৫ ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রলীগ নেতার

বিকাল ৩:৩০ ঢাবির মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, অনেক বিনয়ের পরিচয় দিয়েছি। এখন মোকাবিলা করবো।

বিকাল ৩:১৫- নতুনবাজার থানার সামনে সড়ক অবরোধ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থীরা।

বিকেল ৩:০৫ কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে। বিকাল ৩টার পরপর তারা মিছিল শুরু করে।

বিকেল ৩:৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। কয়েকজন আহত। বিস্তারিত জানতে ক্লিক করুন। 

বিকেল ৩:০০ কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের কটূক্তি ও অবমাননার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

বেলা ২:৩০ রাজধানীর ইডেন মহিলা কলেজে কোটাবিরোধী আন্দোলনকারী এক ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ হয়। এর ধারাবাহিকতায় আজ দুপুরে আবার বিক্ষোভ ডাকেন তারা।

এদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে আজ বেলা তিনটায় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। তারাও ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ