• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট

প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ১২:০৩ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট

রোববার (৭ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে।

আতিকুর রহমান নামে এক ব্যক্তির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সম্প্রতি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াজি উল্লা। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ওয়াজি উল্লা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়েছে।

গত ৯ মে বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে অন্তত এইচএসসি পাস হতে হবে এবং একই ব্যক্তি পরপর দুবারের বেশি সভাপতি হতে পারবেন না মর্মে প্রজ্ঞাপন জারি করে সরকার।

আর্কাইভ