• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঈদের আমেজে সচিবালয় ফাঁকা, নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরু তবে উপস্থিতি কম

প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০৩:৩৬ পিএম

ঈদের আমেজে সচিবালয় ফাঁকা, নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরু তবে উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫দিন পর খুলেছে সচিবালয়। বুধবার নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় শুরু হয়েছে। তবে উপস্থিতি কম। ছুটি শেষ করে অনেকেই শুরু করেননি অফিস। 

ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। অফিসে আসার পর কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। বিশেষ কোনো কাজ না থাকায় আজ সচিবালয়জুড়ে ঈদের আমেজ বিরাজ করছে।

বুধবার সকাল থেকেই লক্ষ করা যায় গাড়ি পার্কিং ও অন্যান্য এলাকায়ও ভিড় নেই বললেই চলে।

কর্মকর্তারা বলছেন, ঈদের তিনদিন ছুটির সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নিয়েছেন যার কারণে প্রথম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম।

দুপুর ১২টার দিকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করে।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে  শুভেচ্ছা বিনিময় শেষে ঈদযাত্রা নিয়ে কথা বলেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

প্রসঙ্গত, এবার ঈদ সোমবার হওয়ায় রোববার থেকে টানা তিন দিন ছুটি ছিল।এর আগের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ৫ দিন ছুটি পান সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ