• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ঈদের দিন কোন কোন বিভাগে ভারি বৃষ্টি হবে বলছে আবহাওয়া অফিস

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৮:৫২ এএম

ঈদের দিন কোন কোন বিভাগে ভারি বৃষ্টি হবে বলছে আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীসহ সারাদেশে সোমবার পালিত হচ্ছে ঈদুল আজহা। এইদিন ঈদ জামায়াত কিংবা পশু কোরবানির সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলের মধ্যে রয়েছে এক ধরনের দু:শ্চিন্তা। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঈদের দিন দেশের অনেক এলাকাতেই হতে পারে বৃষ্টি। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু‍‍`এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। 

এছাড়া সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ