• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মমতার চিঠিতে রংপুরের হাঁড়িভাঙ্গার প্রশংসা

প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০১:২৬ পিএম

মমতার চিঠিতে রংপুরের হাঁড়িভাঙ্গার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আশবিহীন একপ্রকার সুস্বাদু আম হাঁড়িভাঙ্গা। স্বাদে ও গন্ধে অতুলনীয় এ জাতের আম। এই আম এখন বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্ববিখ্যাত এ হাঁড়িভাঙ্গা আমের উৎপত্তি রংপুর জেলায়। আর এ জেলার হাঁড়িভাঙ্গা আমই উপহার হিসেবে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাঁড়িভাঙ্গা আম পেয়ে খুশি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ নিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। চিঠিতে হাঁড়িভাঙ্গা আমের প্রশংসাও করেছেন তিনি।

ওই চিঠিতে মমতা লেখেন, আপনার (শেখ হাসিনা) পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাঁড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনো খাইনি। আপনি এত আম আমার জন্য পাঠিয়েছিলেন যে, আমি দু-হাতে বিলিয়েছি।

ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানায়।

এর আগে রোববার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২ হাজার ৬০০ কেজি (৬৫ মণ) মৌসুমি ফল আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের এই আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয় বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে।

মামুন/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ