• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাশ্মীরি ছাগলের লোমের পোশাক আমদানিতে উৎসাহিত করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত: জুন ৭, ২০২৪, ১০:৪৩ পিএম

কাশ্মীরি ছাগলের লোমের পোশাক আমদানিতে উৎসাহিত করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাশ্মীরি ছাগলের লোম দিয়ে তৈরি করা পোশাক পরতে যারা আগ্রহী, তাদের জন্য সুখবর। কারণ কাশ্মীরি ছাগলের লোম দিয়ে তৈরি পোশাকের দাম এবার কমতে পারে।

বাজেটে এ ধরনের পোশাক আমদানির ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এ ধরনের পোশাকে শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা বাজেটে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি নারী-পুরুষের প্যান্ট-শার্ট, টি–শার্ট, জ্যাকেট, স্কার্ট, শিশুদের পোশাক, প্যান্টি, ব্লাউজ, পেটিকোট, ওভারকোট, স্যুট, মাফলার, টাই, শাল ইত্যাদিসহ প্রায় ১৭২টি পণ্যের সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ স্থানীয় দেশ। পোশাক উৎপাদকেরা স্থানীয় চাহিদাও মেটায়। এমন অবস্থায় অর্থমন্ত্রী কাশ্মীরি ছাগলের লোমের তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের পোশাক আমদানি উৎসাহিত করেছেন।

আর্কাইভ