• ঢাকা রবিবার
    ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৫:৫৯ পিএম

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা

চট্টগ্রাম ব্যুরো

টানা ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা। হাঁটু থেকে বুক পরিমাণ পানির নিচে নগরীর রাস্তাঘাট। নিম্নাঞ্চলের অনেক বাড়িতে ঢুকে পড়েছে পানি। নগরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

নগরের কাপাসগোলা, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, ওয়াসার মোড়, তিন পোলের মাথা, মেহেদীবাগ সিডিএ কলোনি এলাকা, পতেঙ্গার আকমল আলী রোড সংলগ্ন জেলেপাড়া পানিতে তলিয়ে গেছে।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় গণপরিবহণের সংখ্যা কমে গেছে। রিকশায় অতিরিক্ত ভাড়া গুনে অফিস-আদালত ও কর্মস্থলে যেতে হচ্ছে মানুষের।

জেলার সব সরকারি ও চসিক পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। সড়কের পাশের অধিকাংশ দোকানপাট সব বন্ধ রয়েছে। আবার অনেক দোকান পানিতে তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নগরজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৩৮.৪ মিলিলিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারও ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক গণমাধ্যমকে জানান, রোববার রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রেমাল। এরপর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।

আর্কাইভ