প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৭:০৪ পিএম
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারে কলকাতার খালে চলছে অভিযান। জাল ফেলে খোঁজা হচ্ছে আনারের মরদেহ।
শনিবার (২৫ মে) দুপুরের পর থেকেই তৃতীয় দিনের মতো কৃষ্ণমাটির বাগজোলা খালে উদ্ধার অভিযান শুরু হয়। সিআইডির একটি দলের প্রত্যক্ষ নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের চৌকস দল এবং স্থানীয় জেলে ও মানুষের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।
স্থানীয়রা বলছেন, এখানে কোনো মাছ বা মাংসের উচ্ছিষ্ট ফেললে এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই কুকুর সেগুলো নিয়ে যায়। সেখানে এমপি আনারের মরদেহ লুকানোর জন্য যে ব্যাগ সেটা চোখে পড়েনি। অনেকেই বলছেন, এখানে যদি থেকেও থাকে পাওয়া মুশকিল।
গোয়েন্দারা বলছেন, তিন দিন ধরে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে তাতে সন্দেহভাজন কোনো কিছু পাওয়া যায়নি। সিআইডিসহ ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম।
বাড়ি থেকে বেরোনোর পাঁচদিন পরে, গত ১৮ মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের নির্বাচিত এই সংসদ সদস্যের। বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পাশের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।
হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগে গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাহাজি ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশের আদালত। অন্যদিকে হত্যাকাণ্ডে অংশ নেয়া জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ড দিয়েছেন ভারতের বারাসাতের আদালত।