• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এমপি আনোয়ারুল আজিম খুনের পেছনে ভারত জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মে ২২, ২০২৪, ০২:১৭ পিএম

এমপি আনোয়ারুল আজিম খুনের পেছনে ভারত জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের  হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো অবনতি ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কিভাবে এ হত্যাকান্ড ঘটল এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় ভারত কোনোভাবেই জড়িত নয় বলে জানান মন্ত্রী। যারা আটক হয়েছেন তারা সবাই বাংলাদেশি। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঝিনাইদহের এই আসনটি সন্ত্রাসপ্রবণ এলাকা। এখন পর্যন্ত যাদের এ ঘটনার জেরে আটক করা হয়েছে, তারা সবাই বাংলাদেশি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ