• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মে মাসে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

প্রকাশিত: মে ৩, ২০২৪, ০১:০৩ পিএম

মে মাসে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মে মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এক থেকে দুটি দাবদাহ ও এক থেকে দুটি তীব্র দাবদাহের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া অধিদফতরে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এপ্রিল মাসের দাবদাহ এখনো বলবৎ আছে। গতকাল সারাদেশে বৃষ্টিপাত না হওয়ায় দাবদাহ উল্লেখযোগ্য হারে কমেনি। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ মাসে অতিতীব্র তাপমাত্রা হওয়ার আশঙ্কা কম।

খন্দকার হাফিজুর রহমান বলেন, আগামী ৬ তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তখন দাবদাহ সহনীয় অবস্থায় আসবে। আর বৃষ্টি না হওয়ায় রাজশাহী, যশোর, খুলনাসহ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আগামী ২-৩ দিন দাবদাহ থাকতে পারে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে ৮১ শতাংশ বৃষ্টি কম হয়েছে। রংপুর, রাজশাহীতে একদমই বৃষ্টি হয়নি। সিলেটে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। ঢাকায় ১০ দিন হওয়ার কথা থাকলেও ৫ দিন হয়েছে। যার ফলে এ সময়ে এতো গরম অনুভূত হয়েছে। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ