প্রকাশিত: মে ২, ২০২৪, ০৯:২৮ পিএম
অবশেষে রাজধানীর বিভিন্ন জায়গায় কঙ্ক্ষিত বৃষ্টির খবর পাওয়া গেছে । সঙ্গে বইছে ঝড়ো বাতাস। এতে শীতল অনুভব হচ্ছে। তবে ভোগান্তিতে পড়েন পথচারী ও ফুটপাতের দোকানিরা।
বৃহস্পতিবার (২ মে) সকালে সূর্যের তেজ কমে মেঘের দেখা মেলে। অন্যদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা অবধি রাজধানীতে দেখা যায়নি ছিটেফোঁটাও। অবশেষে রাত ৯টা থেকে শীতল বাতাস বইতে থাকে। মেঘে ঢেকে যায় রাজধানী। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে ঝরতে থাকে কাঙ্ক্ষিত বৃষ্টি।
জানা যায়, বৃহস্পতিবার ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে।
পুরো এপ্রিলজুড়ে তীব্র দাবদাহ সয়ে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পেলেন। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা এদিকে ঢাকার আশপাশের এলাকায়ও বৃষ্টি পড়ছে খবর মিলছে।