প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৮:৫৪ পিএম
তীব্র তাপপ্রবাহের মধ্যে জনসাধারণের জন্য বিদ্যুৎ নিশ্চিতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ আহ্বানের পরিপ্রেক্ষিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দোকানপাট খোলা রাখলে ডিপিডিসিকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, চলমান তাপপ্রবাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিতে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখার যে আহ্বান বিদ্যুৎ বিভাগ রেখেছে, তা সবাইকে মানতে হবে।
‘যারা ৮টার পরে দোকান পাট খোলা রাখবে, বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবে, আমরা ডিপিডিসিকে সঙ্গে নিয়ে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করবো’, হুঁশিয়ারি দেন ডিএসসিসির মেয়র।
৮টার পর দোকান বন্ধ রাখার এ নিয়ম যে নতুন নয়, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, আমরা কয়েক বছর আগেই এ ঘোষণা দিয়েছি। আমরা অভিযান পরিচালনা করব। এখন থেকে প্রত্যেক অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করব।