• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
তাপপ্রবাহ অব্যাহত

দেশের ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ১১:৩৬ এএম

দেশের ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এসব জেলায় কোনো প্রতিষ্ঠান খুললে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকাসহ দেশের ২৭ জেলার সব স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে। সোমবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

অব্যাহত তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরসঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিও যোগ হবে। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়।

আর্কাইভ