প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ১০:০৮ এএম
চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট আগামী ৯ মে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী বাকি ফ্লাইটগুলো ছাড়া হবে। তবে সব ফ্লাইটের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
শনিবার (২৭ এপ্রিল) সকালে ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের পুরোহিত ও সেবাইত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।
ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, এখনও হজ ফ্লাইটের শিডিউল ঘোষণা করা হয়নি। দ্রুত শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানিয়ে দেয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় বলছে, এবারও চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার।
জানা গেছে, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩ হাজার ২০২ জন হজ পালন করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩০৭ জন, বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৮ হাজার ৮৯৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র হজ।