• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

‘আমি কি আপনার কামলা দেই’, বলা কৃষি কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ১১:৪৪ পিএম

‘আমি কি আপনার কামলা দেই’, বলা কৃষি কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি কার্যালেয় পরামর্শের জন্য আসা কৃষকের সঙ্গে খারাপ ব্যবহার করা ওই কৃষি কর্মকর্তাসহ দুজনকে বদলি করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি মানিকগঞ্জের শিবালয়ে একজন কৃষক উপজেলা কৃষি কার্যালয়ে পরামর্শের জন্য আসলে তার সঙ্গে কৃষি কর্মকর্তা ভালো ব্যবহার করেননি বলে গণমাধ্যমে খবর এসেছে। এ অবস্থায় কৃষি মন্ত্রণালয় বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দেয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি কর্মকর্তাকে ফরিদপুরের সালথা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে দিনাজপুর বদলি করেছে।

জানা যায়, বোরো ধানে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষক ফজলুর রহমান (৬৫) প্রতিকার ও পরামর্শ পেতে এক গুচ্ছ চারা নিয়ে কৃষি কার্যালয়ে যান তিনি। এ সময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজন তাকে বলেন, ‘আমি কি আপনার কামলা দেই। আপনি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন। আপনি বললেই মাঠে যেতে হবে। যা পারেন করেন গা। আপনি বেরিয়ে যান। যদি বয়স্ক লোক না হতেন তাহলে আপনাকে দেখে নিতাম…।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারের কাছে গেলেও তার প্রতিকার পাননি ওই কৃষক।

আর্কাইভ