• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৭:২২ পিএম

টাঙ্গাইলে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি

ট‌াঙ্গাইলের মির্জাপু‌রে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নারীসহ চারজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন দুইজন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌গোড়াই-সখীপুর সড়‌কের টে‌লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন- মির্জাপু‌র উপ‌জেলার ভাতগ্রাম গ্রা‌মের বিদ‌্যুৎ মিয়ার ছে‌লে আকাশ (৩০), নয়াপাড়া গ্রা‌মের স‌মেজ উদ্দি‌নের ছে‌লে নাজমু‌ল (২৫), গাইড়া‌বে‌তিল গ্রা‌মের মঈনউদ্দি‌নের ছে‌লে লুৎফর রহমান (৪০) এবং তে‌লিপাড়া গ্রা‌মের তারা মিয়ার স্ত্রী র‌হিমা বেগম (৩৫)। নিহত‌রা সবাই অটো‌রিকশার যাত্রী ছিলেন।

বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতা‌লে নেওয়ার পর আরও একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

আর্কাইভ