• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্ব ইজতেমার দুইপর্বে ৩৪ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৮:১৮ পিএম

বিশ্ব ইজতেমার দুইপর্বে ৩৪ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, সম্প্রীতি, মুক্তি, শান্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনায় রোনাজারি ও আকুতি-মিনতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীদের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমার ৫৭তম আসর। এবার দুই পর্বের ইজতেমায় মোট ৩৪ মুসল্লির মৃত্যু হয়েছে।

এদিকে ইজতেমা ময়দানে রোববার ভোরে আরও এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তিনি হলেন- যশোর জেলার ঝিকরগাছা থানার চাঁদাতোলা গ্রামের কবির হোসেনের ছেলে হারুন অর-রশিদ (৬৫)। এর আগে দ্বিতীয় পর্বে ময়দানে ৬ জন এবং ইজতেমায় আসার পথে গাড়ির ধাক্কায় আরও একজনের মৃত্যু হয়।

ময়দানে মারা যাওয়া ৬ মুসল্লি হলেন- ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন (৭৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বড়াইখোলা গ্রামের মৃত বেলায়েত মণ্ডলের ছেলে জালাল মণ্ডল (৬০), জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)।

এছাড়া বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৬৫) নামে এক মুসল্লি মারা যান।

এছাড়াও প্রথমপর্বে ইজতেমা ময়দানে অবস্থানকালীন ও ময়দানে আসার পথে ২৬ জন মুসল্লি মৃত্যুবরণ করেন। এবারের বিশ্ব ইজতেমার দুইপর্বে মোট ৩৪ জন মুসল্লির মৃত্যু হলো।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ