• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৯:০৭ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।    

বর্তমানে ইজতেমা ময়দানজুড়ে বিরাজ করছে এক পুণ্যময় পরিবেশ। দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা, বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ প্রার্থনা করে, হেদায়াতি বয়ান শেষে রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পরিচালিত হবে শেষ পর্বের আখেরি মোনাজাত।  

রোববার ফজরের পরে বয়ান করবেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ সাহেব। তার বয়ান তাৎক্ষণিক বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ সাহেব। এর পরপরই শুরু হবে আখেরি মোনাজাতের প্রস্তুতি। ভারতের মাওলানা মাকসুদ সাহেবের বয়ানের পর হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন ভারতের আরেক মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।

আর্কাইভ