প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৮:৫৩ এএম
বইমেলা শুরুর পরের দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন হিসাবে যতটা জমে ওঠার আশা ছিল তা হয়নি। আজ বইমেলার দ্বিতীয় শুক্রবার। সবাই বলছেন, বইমেলায় থাকবে জনস্রোত। যার রেশ থাকবে পরদিন শনিবারও। আজ বইমেলা শুরু হবে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর। অমর একুশে উদ্যাপনের অংশ হিসাবে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বেলা ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
বইমেলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ছিল শুক্রবারের ছুটির আমেজ। পাঠকদের পাশাপাশি এদিন অফিসফেরত অনেকের গন্তব্য ছিল বইমেলায়। প্রচুর মানুষ বইমেলায় এসেছেন। বই কিনেছেন। হাতে হাতে দেখা গেছে বই। অনেকে আবার পরিবার-পরিজন নিয়ে এসেছিলেন বইয়ের এ উৎসবে। বইমেলায় বৃহস্পতিবার এসেছিলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, আবুল আহসান চৌধুরী প্রমুখ।
রাজধানীর মালিবাগ থেকে আসা ব্যাংক কর্মকর্তা সালেহ আহমেদ যুগান্তরকে বলেন, বইমেলা হলো নতুন বই সংগ্রহের সবচেয়ে বড় আয়োজন। যখন ছাত্র ছিলাম প্রায় প্রতিদিনই বইমেলায় আসতাম। পেশাগত ব্যস্ততার কারণে এখন সেটি হয়ে ওঠে না। বৃহস্পতিবার অফিস শেষ হওয়ামাত্র বইমেলায় ছুটে এসেছি। অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, আমরা আশা করছি দ্বিতীয় শুক্রবার ও শনিবার বইয়ের বিক্রি ভালো হবে। সামনে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইস ডে। এদিনও অনেক পাঠক মেলায় আসবেন।
ঐতিহ্যের ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, শুরু থেকেই আমাদের বিক্রি মন্দ নয়। তবে প্রথম শুক্রবার হিসাবে বিক্রি কম হয়েছিল। এ শুক্রবার জমবে নিঃসন্দেহে। এদিন বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : আহমদ শরীফ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রাজীব সরকার। আলোচনায় অংশ নেন মোরশেদ শফিউল হাসান ও আফজালুল বাসার। সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক দীপু মাহমুদ, গবেষক আলী আকবর টাবী, কবি সুমন সরদার ও কথাসাহিত্যিক শাহরিয়া দিনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আশরাফ আহমদ, নাসরীন জাহান, কামরুল হাসান ও আলফ্রেড খোকন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম, শাকিলা মতিন মৃদুলা ও অতনু করঞ্জাই। সাংস্কৃতিক অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
নতুন বই : বাংলা একাডেমির দেওয়া তথ্যানুসারে বৃহস্পতিবার বইমেলায় নতুন বই এসেছে ৮০টি। এর মধ্যে অ্যাডর্ন থেকে প্রকাশ হয়েছে জয়নাল হোসেনের ‘দ্রাবিড় আন্দোলনের জনক ও তামিল ভাষাসংগ্রামী : পেরিয়ার ই ভি রামাস্বামী’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে মধুমিতা চক্রবর্তীর ‘দুঃখিনী এক রাজকন্যা’, দাঁড়িকমা প্রকাশনী থেকে মোহাম্মদ সলিমুল্লাহর ‘মাস্টার অব ফরেন এক্সচেঞ্জ’, অন্যপ্রকাশ থেকে মালেক মুস্তাকিমের কবিতার বই ‘সেলাই করা হাওয়ার গান’, কথাপ্রকাশ থেকে যতীন সরকারের ‘সাংস্কৃতিক জাগরণের প্রত্যাশা’ অন্যতম।