• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চলছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৯:৪৪ এএম

চলছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টঙ্গীর তীরে অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্ব ইজতেমার আখেরি মোনাজাত।  রোববার সকাল ৯টার দিকে কাঙিক্ষত আখেরি মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি এবং কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ।

মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে সমবেত হয়েছেন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

মোনাজাতে সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে কাকুতি মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমীন, আল্লাহুম্মা আমীন’ ধ্বনিতে আকাশ-বাতাস কাঁপিয়ে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেন দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান।

উল্লেখ্য, আজ আখেরি মোনাজাতের পর মাঝে চারদিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব তথা মাওলানা সা’দ আহমেদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা।

আর্কাইভ