• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব ইজতেমায় আরও পাঁচ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৭:৪৫ এএম

বিশ্ব ইজতেমায় আরও পাঁচ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের টঙ্গীতে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও পাঁচ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে শনিবার  রাত ১১টা পর্যন্ত  একজন পুলিশ সদস্যসহ ১৫জনের মৃত্যু হল ।

এরমধ্যে ইজতেমা ময়দানে ৯ জন, ময়দানে আসার পথে পাঁচ জন ও দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্যসহ মোট ১৫জন মারা গেলেন।

নিহতরা হলেন- শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আ. কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৬০), টঙ্গীর বসির মিয়ার ছেলে আবদুল জব্বার(৫৫)। আরেক জনের পরিচয় জানা যায় নি।

ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০), ইজতেমায় আসার পথে বাসচাপায় পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০) মারা যান, শেরপুরের আমেলা খাতুন(৬০),  ঢাকার মিরপুর সাড়ে এগারর বাসিন্দা  মোশাররফ আহমেদের ছেলে মোবাশ্বের আহমেদ (৬৮) ও আরেক জনের পরিচয় পাওয়া যায় নি।

বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর সংবাদগুলো নিশ্চিত করেছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ