• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের পৃষ্ঠপোষকতায়: জোনায়েদ সাকি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৭:১৬ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের পৃষ্ঠপোষকতায়: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পৃষ্ঠপোষকতার কারণেই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর্থিক খাতে লুটপাট-দুর্নীতি আর সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে মেজর হায়দার মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের বর্ধিত সভায় এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের নামে প্রহসন করে জবরদস্তিমূলক কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখছে বর্তমান সরকার। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রশক্তির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের এবং নানা স্তরের সুবিধাভোগীদের অবাধে দুর্নীতি, লুটপাট ও অন্যায়ের সুযোগ দিচ্ছে। এভাবে তাদের অপশাসনের অংশীদার করে সরকার এই কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার তৎপরতা চালাচ্ছে। মিথ্যাচার আর দমন–পীড়নই এই তৎপরতার প্রধান দিক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতির কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। সভায় দলটির কেন্দ্রীয় কমিটির নেতা, জাতীয় পরিষদের সদস্য এবং বাছাই করা প্রতিনিধিরা অংশ নেন।

আর্কাইভ