• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডোম-ইনো গ্রুপের এমডি গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৮:৩১ এএম

ডোম-ইনো গ্রুপের এমডি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার মামলায় ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

রোববার সকালে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কে মামলা করেছে এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, আদালতে ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে রোববার সকালে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ডোম-ইনো গ্রুপের অফিসটি বনানী থানা এলাকায় হওয়ায় আদালতের সিআর মামলাটি আমাদের কাছে এসেছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ