• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কমছে না শীতের দাপট

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ১১:৩৪ এএম

কমছে না শীতের দাপট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ১০ দিন ধরে কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। দিনের বেলা সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

ফলে শ্রমজীবী ও কর্মজীবী মানুষ ভীষণ বিপাকে পড়েছে। কিছুক্ষণ কাজ করার পর অসাড় হয়ে আসছে তাদের হাত-পা। এদিকে শীতে কাবু হয়ে পড়েছেন বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা। বাড়ছে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা। মানুষের পাশাপাশি ভীষণ কষ্টে রয়েছে গবাদিপশুও।

এ অবস্থায় জেলা প্রশাসন থেকে ৫৯ হাজার ৬৫০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এদিকে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ