• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমার জন্য ফুল আনবেন না: এমপি জাহাঙ্গীর আলম

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৫:৩১ পিএম

আমার জন্য ফুল আনবেন না: এমপি জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, আমার জন্য দয়া করে ফুল আনবেন না। ফুল না এনে এই টাকাটা সমাজের অসহায় হতদরিদ্র মানুষকে দিয়ে দেন। আমি আপনাদের জড়িয়ে ধরব। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ৪০ বছরের রাজনৈতিক জীবনে মানুষকে বিলিয়ে দিয়ে অনেক তৃপ্তি পেয়েছি।

বুধবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিজ রাজনৈতিক কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এদিন ওই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানাতে মুরাদনগরের বিপুলসংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আসেন।

জাহাঙ্গীর সরকার বলেন, নির্বাচিত হওয়ার পর এলাকায় ৫ শতাধিক সংবর্ধনার আয়োজন করেছিলেন নেতাকর্মীরা। আমি তা বন্ধ করে দিয়েছি। এসব করে টাকা-পয়সা খরচ করা যাবে না। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আদর্শের রাজনীতি করি। ভোগে নয় ত্যাগেই আমি আত্মতৃপ্তি পাই।

তিনি বলেন, আগে এলাকার উন্নয়ন করব। পরে মানুষ এমনিতেই মন থেকে দোয়া ও ভালোবাসা দেবে। শ্রম ও ঘাম কখনো বিফলে যায় না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল আমিন সরকার প্রমুখ।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ