• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জিনিসপত্রের দাম নিয়ে অভিযোগ করা যাবে ‘৩৩৩’ নম্বরে

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪, ০৬:২৬ পিএম

জিনিসপত্রের দাম নিয়ে অভিযোগ করা যাবে ‘৩৩৩’ নম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পণ্যের দাম নিয়ে যেকোনো অভিযোগ সরকারি পরিষেবার ‘৩৩৩’ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে। এ মাসের মধ্যেই দেশে সেবাটি চালু করতে যাচ্ছে সরকার।

সোমবার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, ২০২০ সালে কোভিড মহামারী ছড়িয়ে পড়ার পর দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ও রোগী শনাক্তকরণে ৩৩৩ এর ব্যবহার বাড়ানো হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সঙ্গে ৩৩৩ নম্বরকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হল।

চলতি মাসের মধ্যেই দ্রব্যমূল্য নিয়ে ৩৩৩-এ অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পলক আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিভিন্ন ডাটা সংবলিত একটি ওয়েবসাইট তৈরি করা হবে। সেখানে সব ধরনের তথ্য থাকবে। কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এখানে যুক্ত থাকবে। কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে দেবে।

সভায় বিভিন্ন স্টেক হোল্ডার, আমদানিকারক, বিভিন্ন সুপার শপ ব্যবসায়ী প্রতিনিধি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এটুআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ