• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যে কোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখার নির্দেশ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪, ০৪:৩৭ পিএম

যে কোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যে কোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের বাজার নিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। দেশি-বিদেশি বৈরী পরিবেশ মোকাবিলা করেই মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

আর্কাইভ