• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টুঙ্গিপাড়ার পথে শেখ হাসিনা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ০৯:৪৯ এএম

টুঙ্গিপাড়ার পথে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। দুপুরে মন্ত্রীসভার নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর আজ দু’দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, দুই দিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ সভাপতি। সফরকালে তিনি নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয়রা। দলীয় প্রধানকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সরকার প্রধানের সফর ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।সফর শেষে রোববার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ