• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪, ০৯:৪৪ এএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩ বি (১) অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা পদে থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও ছয়জন উপদেষ্টা ছিলেন।

মসিউর রহমান ছিলেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সালমান ফজলুর রহমান ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব আহমেদ ওয়াজেদ।

নভেম্বরে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পদত্যাগ করেন।

 

আর্কাইভ