• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন নৌকা প্রতীকে বিজয়ী

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৭:২৯ এএম

বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন নৌকা প্রতীকে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল-২ আসনের (বানারীপাড়া-উজিরপুর) এলাকার ১৪ দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন নৌকা প্রতীকে মোট ১ লাখ ২০ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলার নাতি ও আওয়ামী লীগ নেতা একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে মোট ৩১ হাজার ১৬৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

রোববার বরিশাল-২ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আর্কাইভ