• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিরোধী দল ছাড়াই নির্বাচন করল বাংলাদেশ: আল-জাজিরা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৫:০৫ পিএম

বিরোধী দল ছাড়াই নির্বাচন করল বাংলাদেশ: আল-জাজিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের প্রধান বিরোধী দল (বিএনপি) নির্বাচন বয়কট করেছে। দলটির নেতাকর্মীরা জানিয়েছে, ভোট সুষ্ঠু হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এ কারণে টানা চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে নির্বাচন বয়কট করেছে দলটি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।

ছোট বোন (শেখ রেহানা) ও মেয়ের সঙ্গে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকাল আটটায় ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

জনগণকে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি এ দেশে গণতন্ত্র যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।

শেখ হাসিনা পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

আর্কাইভ