প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৪:৩৭ পিএম
সাত ঘণ্টায় সারাদেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। দ্বাদশ জাতীয় নির্বাচনে রোববার বিকাল ৩টায় নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, ৭টি কেন্দ্রের ভোট বাতিল, প্রিজাংডিং কর্মকর্তাসহ ১৫ জন গ্রেফতার হয়েছেন। এ পর্যন্ত ২ জন প্রিজাইডিং অফিসার হার্ট অ্যাটাকে মারা গেছেন। জাল ভোট ও অনিয়মের কারণে ৭ টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ভোট পড়ার হার ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ এবং বরিশাল ৩১ শতাংশ।