• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

‘নির্বাচন বর্জন করে জনগণ প্রমাণ করেছে তারা আ.লীগ সরকারকে আর চায় না’

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৩:৫২ পিএম

‘নির্বাচন বর্জন করে জনগণ প্রমাণ করেছে তারা আ.লীগ সরকারকে আর চায় না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান বিরোধী দল অংশ না নেওয়ায় তেমন কোনো উত্তাপ নেই নির্বাচনে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ২০২৪ সাল আর ২০১৪ সাল নয়। গত কয়েক দিনে আন্তর্জাতিক মিডিয়ায় যেসব নিউজ প্রকাশ হয়েছে, সেখানে তারা বলেছে— আওয়ামী লীগ ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করছে। এটি একটি ভুয়া নির্বাচন।

রোববার দুপুরে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় ড. আবদুল মঈন খান আরও বলেন, সরকারের নির্বাচনী নাটকের রহস্য সারাবিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে তারা আওয়ামী লীগ সরকারকে আর চায় না।

বিএনপির আন্দোলন সফল হয়েছে জানিয়ে মঈন খান আরও বলেন, দেশের মানুষ এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচনে উৎসাহ পায়নি বলেও জানান তিনি।

এছাড়া ইসি নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, ভোটের হার নিয়ে কমিশনের বক্তব্যে কিছু যায় আসে না। সেটা জনগণের উপস্থিতির প্রতিফলন নয় বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, আগামীকাল সারা দুনিয়া এই নির্বাচন নিয়ে রিপোর্ট করবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ