• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সব শেষে টিকা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ১২:৪৭ এএম

সব শেষে টিকা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। মৃত্যুর পাল্লা দিনকে দিন ভারি হচ্ছে। ভাইরাসটির প্রাদুর্ভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে বন্ধ রয়েছে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। সব শিক্ষার্থীকে টিকার আওয়তায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছে সরকার। সে অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আবাসিক ছাত্রদের টিকার আওতায় আনার পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পৌনে আট লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। আর সবার শেষে টিকা পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকারি-বেসরকারি ইউনিভার্সিটির সাত লাখ ৭৫ হাজার শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদফতরের ইনফরমেশন ও ম্যানেজমেন্ট বিভাগে পাঠানো হয়েছে। এটি এখন সুরক্ষা সেবা অ্যাপে ইনপুট দেয়া হবে। এরপরেই শুরু হবে টিকার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

এ বিষয়ে ইউজিসি সচিব অধ্যাপক ড. ফেরদৌস জামান বলেন, 'এ মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিকের এক লাখের বেশি শিক্ষার্থীকে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি শেষ হলে পাবলিকের অনাবাসিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।'

তিনি আরও বলেন, 'এরপর টিকা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ জন্য এই কলেজের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে এর তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হবে।'

মামুন
আর্কাইভ