• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমাকে একটু সময় দিলে সব সমস্যা দূর করব: বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৭:৪৬ পিএম

আমাকে একটু সময় দিলে সব সমস্যা দূর করব: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনি প্রচারণায় মানুষকে ভোটকেন্দ্রমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনের নাগরিকদের সব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।এজন্য ঢাকা-৮ আসনের নাগরিকদের কাছে একটু সময় চেয়েছেন নৌকার এ প্রার্থী।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এবং ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। জনগণকে সঙ্গে নিয়ে এ আসনটিকে স্মার্ট বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলব।

বৃহস্পতিবার সকালে ঢাকা-৮ আসনের অন্তর্গত মতিঝিলে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রচারের শেষ দিন ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পশ্চিম শান্তিবাগ এলাকায় গণসংযোগ দিয়ে বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনি প্রচারণার কার্যক্রম শুরু করেন। তিনি নটরডেম কলেজের প্রিন্সিপাল ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নটরডেম কলেজের শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কনফারেন্স রুমে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি মতিঝিল বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ থেকে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক কর্মচারী জমায়েত ও নির্বাচনি প্রচারণা, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে মতবিনিময় সভা, বিকালে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা, বুয়েটের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে গণসংযোগ ও পুরানা পল্টন প্রতিবেশি নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন।

নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাছিম বলেন, ঢাকা-৮ আসনটি পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এই আসনে রয়েছে বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সচিবালয়, হাইকোর্ট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কাকরাইল, নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, কমলাপুর রেলস্টেশনসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানী ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। এই আসনকে স্মার্ট করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের নাগরিকদের কিছু অসুবিধা রয়েছে। গ্যাস, পানিসহ নানা বিষয়ে ভোগান্তিতে রয়েছেন।আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সমন্বয় করে তাদের জন্য কাজ করব। আমি চেষ্টা করব এই এলাকা পরিষ্কার, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করার। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে শিক্ষার পরিবেশ ঠিক থাকে তার জন্য আমি চেষ্টা করব। কোনো প্রকার দুর্নীতিকে আমরা ছাড় দেব না। আমাকে একটু সময় দিলে আমি তাদের (ঢাকা-৮ আসনের নাগরিক) সব সমস্যা দূর করব, ইনশাআল্লাহ। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ