• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ১১:২৭ এএম

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। ঠাণ্ডায় ব্যাহত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। তবে গত কয়েক দিনের তুলনায় আজ কুয়াশা কিছুটা কমেছে। তার পরও রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা।

বৃহস্পতিবার সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৪২ হাজার কম্বল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

ঠাণ্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও অতিদরিদ্র মানুষ। এ ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছেন শিশু ও বয়স্করা। উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদনদী তীরবর্তী চর ও দ্বীপ চরের মানুষগুলো।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই জানুয়ারি মাসে ১-২টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ