প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ১১:১৭ পিএম
অভিনব পন্থায় ল্যাপটপ চুরি করা চোর
চক্রের প্রধানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময়
তাদের কাছ থেকে চোরাই
ল্যাপটপ উদ্ধার করা হয়।
বুধবার
(৭ জুলাই) ডিএমপির দারুস সালাম থানা এলাকা থেকে
তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোর
(উত্তর) একটি দল।
গ্রেফতারকৃতরা
হলেন- আব্দুল্লাহ আল মামুন ওরফে
নোমান (৪২) ও মাসুদ
আলী ওরফে হেলাল (৩৭)।
পিবিআই
ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম
জানান, তানিম হোসেন নামের এক ব্যক্তি ২০১৯
সালের ১০ অক্টোবর শেরেবাংলা
নগর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ
করেন, ওইদিন সকাল সাড়ে ৮টা
থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে
বাসার দরজার তালা ভেঙে তার
আগারগাঁওয়ের বাসা নং-১০৫/সি, ফ্ল্যাট নং-৬ বি থেকে
একটি ল্যাপটপ অজ্ঞাতনামারা ব্যাগসহ চুরি করে নিয়ে
যায়।
ওই
ঘটনার পর চোর চক্রের
সদস্যরা বিভিন্ন সময়ে তাকে ফোন
দিয়ে চোরাই ল্যাপটপ ফেরত দেয়ার শর্তে
বিকাশের মাধ্যমে টাকা দাবি করে।
পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই গ্রহণ করে।
মো.
জাহাঙ্গীর আলম বলেন, ‘পিবিআই
ঢাকা মেট্রো (উত্তর) এর একটি বিশেষ
টিম ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আব্দুল্লাহ আল
মামুন ওরফে নোমান ও
মাসুদ আলী ওরফে হেলালকে
দারুস সালাম থানা এলাকা থেকে
গ্রেফতার করে।’
তিনি
বলেন, ‘গ্রেফতারকৃত নোমান একটি সংঘবদ্ধ চোর
চক্রের প্রধান। সে কম বয়সী
ছেলেদেরকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন
দেখিয়ে দলে নিয়ে আসে
এবং তাদেরকে দিয়ে বিভিন্ন বাসাবাড়ি
থেকে অভিনব কৌশলে ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন
মূল্যবান মালামাল চুরি করায়।’
তিনি
আরও বলেন, ‘পরে চোরাই মালামালের
মালিকের ফোন নম্বর সংগ্রহ
করে মালামাল ফেরত দেয়ার কথা
বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
এরপর চোরাই মালামাল রাজধানীর মোতালেব প্লাজা ও স্টেডিয়াম মার্কেটে
বিক্রি করে দেয়।’
ডব্লিউএস/এম. জামান